ঢাকা সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বাটার শোরুমে হামলায় আটক চার

বাটার শোরুমে হামলায় আটক চার

পাবনা শহরে মিছিল থেকে বাটার শো রুমে হামলার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কের স্বাধীনতা চত্বরের মিছিল থেকে তাদের আটক করে পুলিশ।

তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করেন নাই পুলিশ। পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে আহলে হাদীস পাবনা জেলা শাখার ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি দুপুর ১টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে আসা মাত্র সড়কের পাশে লতিফ টাওয়ারের নিচে বাটার শো রুমে মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এ সময় শোরুমের কয়েকটি গ্লাস ভেঙে যায়। পরে পুলিশ মিছিল থেকে চারজনকে আটক করে। তাদেরকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করেন নাই তিনি। আহলে হাদীস পাবনা জেলা শাখার সভাপতি ইমদাদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনিও আটকদের পরিচয় বলতে পারেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত