ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতী নদীতে ভেসে ওঠা এক যুবকের লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে মহেশপুরের পলিয়ানপুর বিওপি সংলগ্ন হুদাপাড়া এলাকার ইছামতি নদীর ভারতীয় অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ওয়াসিম আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবকের বলে শনাক্ত করেছেন তার সঙ্গে ভারতে প্রবেশ করা অন্যরা। ওয়াসিম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের বুনোপাড়ার রমজান আলীর ছেলে বলে শনাক্ত করেছেন তার সঙ্গীরা। অভিযোগ উঠেছে, বিএসএফ নির্যাতনের পরে ওই যুবককে নদীতে ফেলে দেয়। পরে স্থানীয় বাংলাদেশিরা লাশ ভাসতে দেখে বিজিবিকে খবর দেন। এর আগে গত শুক্রবার দুপুর থেকে নদীতে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।
ওয়াসিমের পরিবারের দাবি, বিএসএফ নির্যাতন করে হত্যার পর লাশ নদীতে ফেলে রাখে। এ ঘটনার পর ওয়াসিমের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বাঘাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য ওবাইদুল ইসলাম জানান, গত শুক্রবার দুপুরে হুদাপাড়া গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে নদীতে লাশ ভাসতে দেখে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়। তবে লাশ নদীতে থাকায় শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত তার নাম পরিচয় অজানা ছিল। পরে ওয়াসিমের সঙ্গীরা এটি তার লাশ বলে জানায়।
জানা গেছে, ওয়াসিম আলী মাদক পাচারের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। তার সঙ্গে ছিলেন মহেশপুরের সলেমানপুর গ্রামের আব্দুস সোবহান, কাঞ্চনপুর গ্রামের রাজু, শাবুদ্দিন, মানিক ও বাঘাডাঙ্গার আব্দুল ওয়াহেদ। ওয়াসিমের সঙ্গীরা ভাসমান লাশটি ওয়াসিমের বলে নিশ্চিত করেছেন।
ওয়াসিমের বড় ভাই মেহেদী হাসান বলেন, তিন থেকে চারদিন ধরে আমার ভাই নিখোঁজ। মাঝে মধ্যে তিনি ভারতে যাতায়াত করত বলে শুনেছি। গত ৮ এপ্রিল ওয়াসিমসহ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে যান। ফেরার সময় বিএসএফ তাদের ধাওয়া করলে অন্যান্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ওয়াসিম ধরা পড়েন। পরে তাকে পিটিয়ে হত্যা করে বিএসএফ। ওয়াসিমের বাবা রমজান আলী বলেন, বিভিন্ন সূত্রে জানতে পেরেছি নদীতে ভাসতে থাকা লাশটি আমার ছেলের। তিনি দ্রুত লাশটি উদ্ধারের দাবি জানান। ৫৮ বিজিবি খালিশপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, লাশটি ইছামতি নদীর ভারতীয় অংশে ভাসমান থাকায় বিএসএফ সেটি নিয়ে হেছে। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। এখনো নিশ্চিত হওয়া যায়নি লাশটি বাংলাদেশি না ভারতীয়। মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ইছামতী নদীর ভারতীয় অংশে বাংলাদেশ সীমান্তের ওপারে একটি লাশ পড়ে ছিল। রাত ১০টার দিকে বিএসএফ লাশ নিয়ে গেছে। বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে।