দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিলোনিয়া বাজারের স্টারলাইন সুইটস নামীয় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স ম আজহারুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালান, এসময় পণ্য সরবরাহে ভারী মোড়ক ব্যবহার করে ওজনে কম দেয়ার অপরাধে স্টারলাইন সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, পণ্য সরবরাহে ভারী মোড়ক ব্যবহার করে ওজনে কম দেয়ার অপরাধে স্টারলাইন সুইটস নামীয় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন- জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।