ঢাকা সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

জমি নিয়ে সংঘর্ষে আহত সাত

জমি নিয়ে সংঘর্ষে আহত সাত

কুষ্টিয়ার কুমারখালীতে পাঁচ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে কুমারখালী ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-দয়রামপুর গ্রামের হাফিজ শেখের স্ত্রী রেহেনা খাতুন (৫৬), তার ছেলে সিদ্দিক হোসেন (৩৫), তার স্ত্রী ববিতা খাতুন (৩০), মিরাজ শেখের ছেলে আকাশ শেখ (১৯), আরমান সরদারের ছেলে জামাল সরদার (৫৫), তার ছেলে আশরাফ (২৭) এবং মৃত জোকি প্রামাণিকের ছেলে খালেক প্রামাণিক (৫৪)। এ ঘটনায় সিদ্দিকের ভাতিজা শিপন আলী গতকাল শনিবার সকাল ১০টার দিকে ৭ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলায় আশরাফ ও খালেক প্রামাণিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর ধরে পাঁচ শতাংশ জমি নিয়ে জামাল প্রামাণিকের সঙ্গে সিদ্দিক হোসেনের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় সিদ্দিকের করা রেকর্ড সংশোধনী মামলা আদালতে চলমান রয়েছে। তবুও আদালত রায় দেয়ার আগে শনিবার সকালে জামাল প্রামাণিক ওই জমিতে ঘর তোলার কাজ শুরু করেন। এ সময় প্রতিপক্ষের লোকজন বাঁধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে মামলার বাদী শিপন আলী বলেন, জমির মালিক আমার চাচা।

ভুলবশত প্রতিপক্ষের নামে রেকর্ড হয়েছে। এনিয়ে আদালতে মামলা চলছে। তবুও জামাল লোকজন নিয়ে আজ ঘর তুলছিল। এ সময় আমার চাচারা জিজ্ঞেস করতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে। চাচা, চাচী, চাচাতো ভাইসহ চারজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। সুষ্ঠু বিচারের আশায় সাতজনকে আসামি করে মামলা করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত