চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়ার অবৈধ রত্না সুপার ড্রিংকস মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, গতকাল শনিবার পরিচালিত তদারকির সময় অবৈধ ড্রিংকস বিক্রি করার কারনে রত্না সুপার ড্রিংকসের মালিক ইসরাফিল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৭ অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।