ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

৯২ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

৯২ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

যমুনা সেতুর পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৯২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম গ্রামের গোলাম মর্তুজার ছেলে ট্রাকচালক রিপন আলী ও শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ বউবাজার গ্রামের দুরুল হুদার ছেলে আব্দুল বাছির। র‌্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যায় উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে ৯২ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত