শেরপুরে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তি কারারপাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে আজিজুল হক (৭৫)। গত বৃহস্পতিবার বিকালে জেলার শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কারারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। তবে পরের দিন ১১ এপ্রিল শুক্রবার বিকেলে ওই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ৯৯৯ এ ফোন দেয়ায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে রাতে শিশুটির মা বাদী হয়ে শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় গত শনিবার ধর্ষণ মামলা গ্রহণ করে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। বিষয়টি জানিয়েছেন শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ।