১৪৪ ধারা ভেঙে আবারও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলার গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হলেও গত শনিবার রাত ১০টার পর থেকে দফায় দফায় আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রশাসন কেন তাদের নিয়ন্ত্রণে আনতে পারছে না, এ নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ।
সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- নুর ইসলাম (৫০), মুজিবর এবং মোহাম্মাদ আলী। তাদের সবার বাড়ি আটঘড়িয়া গ্রামে এবং বর্তমানে তারা ঠাকুরগাঁও জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের নাম পাওয়া যায়নি। এদিকে, গত শনিবার বিকালে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানকে বদলি করে দেয়া হয়।
এরপর রাতে স্থানীয় বাসিন্দারা ১৪৪ ধারা ভেঙে একটি মিছিল বের করেন। মিছিলে মালদইয়াদের নিয়ে অশ্লীল শব্দ ব্যবহার করে স্লোগান দেন তারা। এতেই অপরপক্ষ ক্ষিপ্ত হয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।