সোনাগাজী থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একজন সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছেন। গত শনিবার চর মজলিশপুর ইউনিয়নের সীমান্তবর্তী ফাজিলের ঘাট থেকে মাদক কারবারি আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত হইতে ১০৩টি ইয়াবা উদ্ধার করা হয়। সে দাগনভূঞা থানার মোমারিজপুর গ্রামের মৃত কামাল মাষ্টারের ছেলে। পৃথক অভিযান চালিয়ে উত্তর চর চান্দিয়া থেকে মাদক কারবারি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। সে ঐ গ্রামের মৃত মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে চারটি মামলা রয়েছে। এছাড়া অন্য এক অভিযানে সোনাপুর বাজার থেকে মাদক কারবারি মাসুদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। সে চর মজলিশপুর ইউনিয়নের বড় হালিয়া গ্রামের মৃত মাবুদুল হক ওরফে মাহমুদুল হক মাদুর পুত্র।