শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া (ভুইয়াবাড়ী) গ্রামে মাটির গভীর কূয়া খনন করতে গিয়ে নারায়ণ কোচ (৪৫) ও নিরঞ্জন কোচ (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। গতকাল রোববার বিকালে এই ঘটনা ঘটে। নিহত নিরঞ্জন কোচ ভুইয়াবাড়ীর নীল মহন কোচ ও নারায়ণ কোচ রাংটিয়ার নীপুরাম কোচের ছেলে এবং তারা পরস্পর ভায়রা ভাই। নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে নারায়ন কোচ তার বাড়িতে পানি সরবরাহের জন্য মাটির একটি গভীর কূয়া খনন করে।