ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কূয়া খনন করতে গিয়ে নিহত দুই

কূয়া খনন করতে গিয়ে নিহত দুই

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া (ভুইয়াবাড়ী) গ্রামে মাটির গভীর কূয়া খনন করতে গিয়ে নারায়ণ কোচ (৪৫) ও নিরঞ্জন কোচ (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। গতকাল রোববার বিকালে এই ঘটনা ঘটে। নিহত নিরঞ্জন কোচ ভুইয়াবাড়ীর নীল মহন কোচ ও নারায়ণ কোচ রাংটিয়ার নীপুরাম কোচের ছেলে এবং তারা পরস্পর ভায়রা ভাই। নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে নারায়ন কোচ তার বাড়িতে পানি সরবরাহের জন্য মাটির একটি গভীর কূয়া খনন করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত