ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালীতে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালীতে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন নোয়াখালীর যৌথ উদ্যোগে হজে গমনেচ্ছু সরকারি ও বেসরকারি হাজিদের জন্য হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও যুগ্মসচিব খন্দকার ইসতিয়াক আহমেদ। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নোয়াখালীর উপ-পরিচালক মশিউর রহমান ভূঁইয়া। প্রশিক্ষণে হজযাত্রীদের ইসলামী শরীয়ত, কুরআন-হাদীসের আলোকে হজের বিধি-বিধান ও স্বাস্থ্যবিষয়ক নানা দিক তুলে ধরা হয়।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল নাঈম কেয়া ও জেলা জামে মসজিদের খতিব মুফতি দিলওয়ার হোসেন কাছেমী। অনুষ্ঠান শেষে দেশের শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত