ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

যশোর রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান

যশোর রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান

যশোর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল বুধবার দুপুরে দুই দফা অভিযান চালায় দুদক।

প্রথম দফা দুপুর ১২টার দিকে দুদুকের একটি টিম অভিযান চালায়। দুদকের নিজস্ব পোশাক পরে সহকারী পরিচালক আল আমীন, উপসহকারী পরিচালক জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে ২টার দিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলে রেজিস্ট্রার অফিস ত্যাগ করেন। এর প্রায় ২০ মিনিট পর ফের ওই কার্যালয়ে দ্বিতীয় দফা অভিযান শুরু করে। এরপর প্রায় দেড় ঘণ্টা ঘরে রেজিস্ট্রার আবু তালেবের রুমে রুদ্ধতার বৈঠক করেন। সেখানে রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

অভিযান সম্পর্কে সহকারী পরিচালক আল আমীন জানান, যশোর রেজিস্ট্রি অফিসে বিভিন্ন দুর্নীতি নিয়ে আমাদের কাছে অভিযান আসে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান চালায়।

অফিস সহকারী ভৈরব চক্রবর্তীর ডয়ার থেকে আমরা বেশ কিছু টাকা জব্দ করেছি। সেখান দুটি জমি রেজিস্ট্রি হয়েছে। দুটি জমি থেকে এক হাজার টাকার বেশি হওয়ার কথা নয়।

যেটা ভৈরব চক্রবর্তী স্বীকার করেছে। আমরা এ বিষয়ে ঢাকায় অবহিত করবো। তারপর আইনগত ব্যবস্থা নেব। এ ব্যাপারে জেলা রেজিস্ট্রারের কাছে জানতে চাইলে তিনি বলেন, দুদক অভিযান চালিয়েছে। তারা কাগজপত্র দেখেছে। তবে দুর্নীতির তেমন কিছু পায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত