দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে নওগাঁয় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত নওগাঁ জেলা রেজিস্ট্রার ও সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে দুদক সমন্বিত কার্যালয় নওগাঁ। অভিযানের সময় অফিসে সেবা নিতে আসা প্রার্থীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসে। শুধু জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার কার্যালয় নয় প্রতিটি সরকারি দপ্তরের নিয়মিত অভিযান পরিচালনার করার দাবী সচেতনদের।
জেলার ধামইরহাট উপজেলা থেকে জমি রেজিস্ট্রি করতে আসা আব্দুস সালাম বলেন, এই অফিস গুলোতে টাকা ছাড়া কোন কাজ হয়না। এমনকি টাকা ছাড়া কোন ফাইল/নথি নড়ে না। সদর সাব-রেজিস্ট্রার অফিসে আজ হঠাৎ নজরে পড়লো দুদকের অভিযান। দুদক যদি সপ্তাহে বা মাসে অন্তত একবার অভিযান পরিচালনা করে তাহলে আমরা সকলেই উপকৃত হবো। নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লার বাসিন্দা আইয়ুব হোসেন বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে দলিলের যে মূল্য নির্ধারণ করা থাকে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। খরচ অনুযায়ী টাকার ভাউচারও সঠিকভাবে পাওয়া যায় না। তাই অফিসগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা উচিত। শুধু জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার কার্যালয় নয় প্রতিটি সরকারি দপ্তরের নিয়মিত অভিযান পরিচালনার করার দাবি জানান তিনি।
নওগাঁ সদর সাব-রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান বলেন, কিছু দালাল শ্রেণি জমির ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে সেসব বিষয়ে আমার কাছে দুদকের অভিযানে জানতে চাওয়া হয়েছিল। এছাড়া জমির রেজিস্ট্রিতে সরকারি ফি কতো সে বিষয়ে তথ্য নিয়েছেন তারা। আমার কাছে উড়ো কথা বললে কোনো কাজ হবে না। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো। সরকারি ফি’র বাহিরে অতিরিক্ত কোনো অর্থ নেয়ার সুযোগ নেই বলে জানান তিনি। দুদক সমন্বিত কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক মেহেবুবা খাতুন রিতা বলেন- সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানটি পরিচালনা করা হয়। যেখানে সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল সম্পাদনকারিরা (দলিল লেখক) যোগসাজসে জমির ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। সেই সঙ্গে হয়রানি করা হয় জমির ক্রেতা-বিক্রেতাদের। অভিযান পরিচালনার সময় প্রাথমিকভাবে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রতিবেদন আকারে কমিশন বরাবর পাঠানো হবে।