ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান

বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মতিউর রহমান। গতকাল বুধবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মতিউর রহমান বলেন, আগামী সংসদ নির্বাচনে সবার সহযোগিতা কামনা করছি। অতীতে বিভিন্ন সরকারের আমলে বরাদ্দের অপব্যবহার করা হয়েছে। নির্বাচিত হলে উন্নয়নে পিছিয়ে পড়া বীরগঞ্জ ও কাহারোল উপজেলাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি। উপজেলার প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ ও সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির কারী আজিজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ শাখার সেক্রেটারি মনজুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার মিডিয়া ও প্রচার বিভাগের বিভাগীয় সেক্রেটারি আমিনুল ইসলাম।

এ সময় উপজেলা ছাত্রশিবির সভাপতি আনোয়ার হোসেন, পৌর ছাত্রশিবির মেহেদি হাসান, কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আহমেদ সালেহ্ (সীমান্ত), বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নিতাই সাহা লেলিন, বিকাশ ঘোষ, রনজিৎ সরকার রাজ, সাংগঠনিক সম্পাদক কার্তিক ব্যানার্জী, প্রচার সম্পাদক আব্দুল জলিলসহ জামায়াতে ইসলামীর নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত