ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ভূমি অধিগ্রহণ জটিলতার নিরসন দাবি

ভূমি অধিগ্রহণ জটিলতার নিরসন দাবি

ময়মনসিংহের আঠারবাড়ী থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ঈশ্বরগঞ্জ অংশের ৩ কিলোমিটার সড়কের কাজের কোন অগ্রগতি নেই। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। গতকাল বুধবার সকালে এলাকার সর্বস্তরের মানুষ দ্রুত সময়ের মধ্যে রাস্তার অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করার দাবিতে মানববন্ধন করেছেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক নেতারা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া বলেন, ২০২২ সালে এই রাস্তার কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ হয়নি। দ্রুত সময়ের মধ্যে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য পরিশোধ করে রাস্তার কাজ বাস্তবতা চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত