কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পর্শে এক পল্লী ভেটেনারি চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার সিদলা ইউনিয়নে পিতলগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম আন্নাছ পিতলগঞ্জ গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে। তিনি পল্লী ভেটেনারি চিকিৎসার পাশাপাশি ভেটেনারি ওষুধের ব্যবসায়ী ছিলেন। হোসেনপুর থানার ওসিমারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।