বর্ষা মৌসুমকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সেনা অফিসার কেপ্টেন রাহাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, পানি উন্নয়ন বোর্ডের অফিসার গোগরু, উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধিরা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের নেতারা। সভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল প্রতি বর্ষা মৌসুমেই রায়পুর পৌর এলাকা ও আশপাশের গ্রামীণ অঞ্চলে সৃষ্টি হওয়া দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এবং এর প্রতিকারের উপায়।
সভায় বক্তারা বলেন, জলাবদ্ধতার মূল কারণ হলো অপরিকল্পিত নগরায়ণ, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, খাল-নালায় ময়লা-আবর্জনার স্তূপ, দখল ও প্রাকৃতিক জলাধারের সংকোচন। এসব সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতাই একমাত্র পথ। সভাপতির বক্তব্যে ইউএনও ইমরান খান বলেন, জলাবদ্ধতা রায়পুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ।
আসন্ন বর্ষা শুরুর আগেই আমরা কিছু তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে চাই। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল-নালার পুণঃখনন, এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি টেকসই সমাধান গড়ে তোলা হবে। তিনি আরো জানান, প্রতিটি ইউনিয়নে স্থানীয়ভাবে একটি করে সমস্যা চিহ্নিতকারী কমিটি গঠন করা হবে, যারা সরেজমিনে প্রতিবেদন দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করবে। পৌর এলাকায় গুরুত্বপূর্ণ ড্রেনগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে পরিষ্কার করার নির্দেশ দেয়া হয়েছে।