ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

৭টি সড়কের সংস্কার কাজের উদ্বোধন

৭টি সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরবাসীর বহুকাঙ্ক্ষিত সরকারি কলেজ রোডসহ মোট ৭টি সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে গত মঙ্গলবার। সিআরএম প্রকল্পের আওতায় ও জার্মানভিত্তিক কেএফডব্লিউ এর অর্থায়নে সাড়ে ১৬ কোটি টাকা ব্যায়ে পৌরসভার প্রায় ৮ কিলোমিটার এই সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন- প্রধান অতিথি সাতক্ষীরা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরার সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতি। আরো উপস্থিত ছিলেন- সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, কেএফডব্লিউ এর প্রজেক্ট কনসালটেন্ট প্রকৌশলী মিরাজ আহম্মেদ, দুদক প্রতিরোধ কমিটি সাতক্ষীরার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, বিএনপি নেতা আহসানুল কাদির স্বপন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক মহিতুর রহমান কচি, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সেলিম, আসাদুজ্জামান খোকা, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক দুদায়েত মাসুদ অর্ঘ্য, সাবেক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর্জা রনি, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান শিহাব, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা লিয়াকত আলী, সহকারী প্রকৌশলী পীযুষ মল্লিকসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। সাতক্ষীরার পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি জানান, দীর্ঘদিনের বহুকাঙ্ক্ষিত সাতক্ষীরা পৌরসভার ৭টি সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সড়ক গুলোর মধ্যে রয়েছে- শহরের পোস্ট অফিস থেকে কলেজ রোড হয়ে পুরাতন সাতক্ষীরা হাটখোলা পর্যন্ত, শহরের আলীয়া মাদ্রাসার সামনে থেকে পুরাতন সাতক্ষীরা মদিনা মসজিদ পর্যন্ত, শহরের পারকুখরালি পানির প্রকল্প থেকে সরকারি গোডাউন পর্যন্ত সড়কসহ মোট ৭টি সড়কের প্রায় ৮ কিলোমিটার কাজের উদ্বোধন করা হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত