ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মাদককারবারি আটক

মাদককারবারি আটক

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৩ হাজার ৫০০ ইয়াবাসহ সোনা মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বুধবার রাতে তাকে আটক করা হয়েছে।

জামালপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ বিষয়টি নিশ্চিত করেন। আটক মাদক কারবারি সোনা মিয়া উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সিলেটপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজের নেতৃত্বে একটি অভিযানিক দল দেওয়ানগঞ্জ উপজেলার সিলেটপাড়া গ্রামে সোনা মিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত