ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সখীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

সখীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে ধানখেত থেকে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ঘোনারচালা এলাকার বাড়ির পাশের একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আমিনা ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

স্থানীয় ও পরিবারসূত্রে জানা যায়, রাতে খাওয়া দাওয়া শেষে আমিনা বেগম তার স্বামীর সঙ্গে কথা বলতে ঘরের বাইরে বের হন।

এরপরে দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ভোরে বাড়ির পাশে ধানখেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

সখীপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোশারফ হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত