ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

পাঁচ মাদককারবারি গ্রেপ্তার

পাঁচ মাদককারবারি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়ায় যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদকসহ সোহেল গাজী, খালেক গাজী, মোশারফ হোসেন পিঠু (৩৫), মো. মনির (৩৪) ও মো. আরিফ নামে পাঁচ মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, গত বুধবার রাত ১টার দিকে ফরিদগঞ্জে তালিকাভুক্ত মাদককারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোহেল, খালেক ও মোশারফকে গ্রেপ্তার করা হয়। তাদে সাথে থাকা ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস উদ্ধার করা হয়। অপরদিকে একই রাত আড়াইটার দিকে হাজীগঞ্জ উপজেলা আর্মি ক্যাম্প থেকে কচুয়া থানা পুলিশের সমন্বয়ে উপজেলার সাচার নামক স্থান থেকে মাদককারবারি মনির ও আরিফকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা মাফার মেশিন ও একটি ফিল্টার উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের ফরিদগঞ্জ ও কচুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত