কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা শিল্পের শ্রম ও পরিবেশেগত মান উন্নয়নে মাল্টি স্টেকহোল্ডার কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ‘বিল্ডিং এ সাসটেইনাবল লেদার সেক্টর ইন বাংলাদেশ’ এই আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। বিশেষ অতিথি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান মুকিত মুজমদার বাবু, উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, সার্কান ইকোনমি প্রাইভেট সেক্টর এনভায়রনমেন্ট প্রোগ্রাম ম্যানেজার হুবার্ট ব্লম, সবুজের অভিজান বাংলাদেশ নির্বাহী পরিচালক মাহমুদা বেগম, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ পরিচালক নাজমা ইয়াসমিন, ভৈরব পাদুকা মালিক সমিতির সভাপতি মো. আল আমিন প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, ভৈরবের পাদুকা শিল্পের উন্নয়ন ও কারখানায় ব্যবহৃত চামড়া এবং রিক্সিনের বর্জ্য অপসারণ, রিসাইকেলিং করে ব্যবহার যোগ্য করার বিষয়ে পাদুকা শিল্পের সংক্লিষ্টদের সচেতনতা ও পরিকল্পনা গড়ে তোলার তাগিদ দেন।
যদি পাদুকা শিল্পে ব্যবহৃত চামড়া জাত পণ্য সুষ্ঠু ব্যবস্থাপনায় উৎপাদন করা হয়। তাহলে চামড়া খাতের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। এছাড়াও ভৈরবের পাদুকা শিল্পের উন্নয়ন, আর্থিক সহযোগিতা ও অতিরিক্ত বর্জ্য উৎপাদনজনিত পরিবেশ দূষণ নিরসন করার উপায়, চ্যালেঞ্জ ও কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়। পাদুকা শিল্পের পরিবেশগত মান ও শ্রমিকদের সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখার ব্যাপারে সচেতনতা সৃষ্টি হলে বাংলাদেশের পাদুকা খাত বিশ্ববাজারে আরও বড় পরিসরে জায়গা করে নিতে পারবে। এতে আরও অধিক শক্তিশালী, পরিচ্ছন্ন এবং মানসম্পন্ন পাদুকা কারখানা স্থাপন করতে হবে।