শেরপুরের নকলায় চলমান এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়। কেন্দ্র সচিব ও নকলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক ওমর ফারুক দুই পরীক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। তথ্য মতে, নকলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের কেন্দ্র থেকে নকলা মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের একজন এবং নকলা মডেল উচ্চবিদ্যালয় ভ্যানু থেকে নারায়নখেলা উচ্চবিদ্যালয়ের একজন পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট কক্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। উপজেলার ৪টি কেন্দ্রে এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ২ হাজার ৫৬৬ জন এবং একটি কেন্দ্রে ৬৮৯ জন দাখিল পরীক্ষার্থী থাকলেও এসএসসি পরীক্ষায় মোট ২২ জন এবং দাখিল পরীক্ষায় মোট ৯ জন অনুপস্থিত ছিল।