ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

১০ দোকান পুড়ে ছাই

১০ দোকান পুড়ে ছাই

নরসিংদীর শিবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। গত বুধবার রাতে উপজেলার শিমুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি জানান ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে পরে তা মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের ১ ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এসময় বাজারের ১০টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। শিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, ৯৯৯-এর মাধ্যমে শিমুলিয়া বাজারে অগ্নিকাণ্ডের খবর পাই। সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। ১০টি দোকান পুড়ে গেছে। প্রথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। এদিকে শিবপুর উপজেলা জামায়াত ইসলামির আমির মাওলানা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত