ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বৃষ্টিতে প্রাণ ফিরেছে বোরো খেতে

বৃষ্টিতে প্রাণ ফিরেছে বোরো খেতে

কিশোরগঞ্জের তাড়াইলে গত দুই দিনের বৃষ্টির পর জমিগুলো এখন সতেজ ও সবুজ হয়ে উঠেছে। চাষিদের সাশ্রয় হবে হাজার হাজার টাকার ডিজেল ও বিদ্যুৎখরচ। এতে তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। গতকাল বৃহস্পতিবারের বৃষ্টিতে বোরো ধানের জমিতে নতুন করে প্রাণ ফিরেছে বলে জানান হাছলা গ্রামের কৃষক মাসুদ রানা। গত দু সপ্তাহে প্রচণ্ড খরা ও পানির অভাবে এসব জমির ধান মরে যাওয়ার উপক্রম হয়ে পড়েছিল। হঠাৎ বৃষ্টির ফলে বোরো চাষিদের মাঝে স্বস্তির নিঃশ্বাস দেখা যাচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলার সাতটি ইউনিয়নে ১০ হাজার ৩৩০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলার বোরো চাষিরা জানান, এই সপ্তাহে বৃষ্টি না হলে আমাদের ফসল একেবারে নষ্ট হয়ে যেত। যে পরিমাণ বৃষ্টি হয়েছে আপাতত সপ্তাহ খানেক ফসল মরার আর চিন্তা নেই। তবে অতি ভারি বৃষ্টি হলে যেসব গাছে ধানের শীষ বের হয়েছে, এসব ধান নষ্ট হয়ে যাবে। ১০-১৫ দিনের মধ্যে সব গাছে শিষ চলে আসবে বলে তারা জানান। বৃষ্টি না হলে এসব এলাকার ধান গাছ পানির অভাবে মরে যেত। যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এর ফলে আপাতত ধান মরা থেকে রক্ষা পাবে। আরও দুই-একদিন বৃষ্টি হলে রোধানের পানির সংকট অনেকটা দূর হবে। সরেজমিনে উপজেলার সাতটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, বৃষ্টির পানি জমিতে আটকানোর জন্য খেতের চারদিকের ফাঁকা রাস্তা বন্ধ করছেন অনেক কৃষক। আবার যাদের ধানে শীষ বের হয়েছে, তারা কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন যদি শিলা বৃষ্টি হয়, তাহলে ধানের শিষ নষ্ট হয়ে যাবে। তবে সবকিছুর পরে বৃষ্টির পানি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন কৃষকরা।

তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কালনা গ্রামের কৃষক হাবিবুর রহমান ও ফজলুর রহমান বলেন, কিছু জমিতে ধানের শীষ বের হয়ে অতিরিক্ত খরায় কিছুটা নষ্ট হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে ধানের অনেক উপকার হয়েছে। তারা আরও বলেন, পানির অভাবে আমাদের কিছু জমির ধান নষ্ট হয়ে গেছে। বাকি যে-টুকু জায়গা আছে, বৃষ্টি না হলে এগুলোও নষ্ট হয়ে যেত। বৃষ্টি হওয়ার কারণে ধানের অনেক উপকার হয়েছে, আরও কিছু বৃষ্টি হলে ধানের জন্য ভালো হবে। তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন, হঠাৎ বৃষ্টিতে বোরো ধানের মহা উপকার হয়েছে। যেসব জমিতে খরার কারণে জমি ফাটল দেখা দিয়েছে, এসব জমির ধান বৃষ্টির কারণে বেঁচে থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত