বগুড়ার আদমদীঘিতে এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে আরাফাত মৃধা (২৪) নামের এক যবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। দণ্ডপ্রাপ্ত আরাফাত মৃধা নওগাঁ সদরের ভবানী নগরের এমদাদুল হক মৃধার ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টায় আদমদীঘি আইপিজে পাইলট উচ্চবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার আদমদীঘি আইপিজে (পাইলট) উচ্চ বিদ্যালয়ের জনৈক পরীক্ষার্থীকে উত্ত্যক্ত (ইভটিজিং) করছিল। এমন খবর পেয়ে পুলিশ ওই স্থান থেকে উক্ত ইভটেজার আরাফাত মৃধাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় উল্লেখিত আদেশ দেন। আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান দণ্ডপ্রাপ্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।