দক্ষিণ এশিয়ার মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৯০০ মিটার জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের নেতৃত্বে ঘেরা জালগুলো জব্দ করা হয়।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, উপজেলা ইউএনও এবিএম মশিউজ্জমানের নেতৃত্বে হালদা নদীতে বিকাল ৪টায় অভিযান চালিয়ে গুমানমর্দন ইউনিয়ন থেকে দুটি অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। আটককৃত জালের পরিমাণ ৬০০ মিটার যার আনুমানিক মূল্য ২২ হাজার টাকা। এছাড়া একই দিনে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রাসদাস মুন্সীর হাট থেকে রাত ১০টায় হালদা অস্থায়ী ফাঁড়ির নৌপুলিশের উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে হালদা নদীতে প্রজননক্ষম মা মাছ সুরক্ষায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩০০ মিটারের একটি চরঘেরা জাল জব্দ করা হয়। এই অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জাল নৌপুলিশের হেফাজতে রাখা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।