চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর ২১ বীর ব্যাটালিয়নের (৩৩ পদাতিক ডিভিশন) হাজীগঞ্জ ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার শহীদুল ইসলাম। অভিযানে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে হাজীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স অংশ নেন। আটকরা হলেন- হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড পশ্চিম মকিমাবাদ এলাকার মেন্দু মিয়া ও হাজেরা বেগমের ছেলে কবির হোসেন (৩২) এবং আব্দুল হান্নান ও শাহীন বেগমের ছেলে আকাশ (২৬)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০০ পিস ইয়াবা, নগদ ১ হাজার ১৭০ টাকা, তিনটি মোবাইল সেট এবং একটি মোটরসাইকেল।
হাজীগঞ্জ থানার এসআই মো. সাজ্জাদ হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, মাদকসহ যে কোনো অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় সমাজের সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন।