ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

শিশু সন্তানকে জিম্মি করে ধর্ষণের অভিযোগ

শিশু সন্তানকে জিম্মি করে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জে কোলের শিশুকে জিম্মি করে গৃহবধূকে ১ মাস ধরে দফায় দফায় ধর্ষণ মামলার এক আসামি জাকারিয়া ওরফে নয়নকে বরিশাল থেকে গ্রেপ্তার র‌্যাব-১১ এবং র‌্যাব-৮ এর যৌথ অভিযানিক দল।

গ্রেপ্তার নয়ন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মো. ফারুকের ছেলে। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১’র কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম।

এর আগে গত বৃহস্পতিবার রাতে বরিশাল জেলার কোতোয়ালি থানার নাজির মহল্লা এলাকা থেকে জাকারিয়া ওরফে নয়নকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ৭ এপ্রিল ফতুল্লায়রগাবতলী প্রাইমারি স্কুলের পাশের একটি পাঁচতলা বাড়ির নিচতলার একটি কক্ষে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে ১১ এপ্রিল ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব-১১ তদন্তে নামে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালায়। জানা যায়, ধর্ষণে অভিযুক্ত মাহিম এর সঙ্গে ভিকটিমের বিয়ের পূর্বে প্রেমের সম্পর্ক ছিল।

ভিকটিমের বিয়ের পরও মাহিম তাকে বিভিন্নভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিতো।

অবশেষে ৭ এপ্রিল গাবতলী এলাকায় ভিকটিমের কোলের শিশুকে জিম্মি করে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে।

পরে ভিডিও ফাঁস করে দেয়ার ভয়-ভীতি দেখিয়ে প্রায় এক মাস ধরে অভিযুক্ত মহিম তার সহযোগীদের সহায়তায় দফায় দফায় ধর্ষণ করে আসছিল।

গত ৭ এপ্রিল সর্বশেষ ধর্ষণের পর ভিকটিম অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি ভিকটিম তার স্বামী ও পরিবারের সদস্যদের জানালে আইনি পদক্ষেপ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত