ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই

বললেন মাসুদ হাসান
বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই

নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন বলেন, যতদিন আমি আপনাদের কথা বলবো ততদিন আমার সঙ্গে থাকবেন। সমাজ থেকে বিভেদ দূর করতে আমরা একসঙ্গে কাজ করবো। গতকাল শুক্রবার বিকালে নওগাঁ দক্ষিণাঞ্চল এলাকাবাসীর আয়োজনে শহরের ঘোষপাড়া মহল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশগঠন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাসুদ হাসান তুহিন বলেন, ৫৪ বছর আগে পাকিস্থানি বৈষম্যের কারণে ধনি-গরিব, হিন্দু-মুসলিম বহু রক্তক্ষয়ের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল। এর বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি।

তিনি আরো বলেন, আমরা দেশের মানুষ রাজনৈতিক কারণে সামাজিকভাবে লাঞ্ছিত হয়েছি। ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের কারণে শোষণ-বঞ্চনার শিকার হতে হয়েছে। গত ৫ আগস্ট আবারও বহু জীবনের বিনিময়ের মধ্যদিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। এক ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমরা মুক্তি চাই। মানবিক বাংলাদেশ করতে চাই। যেখানে সব শ্রেণি মানুষ সব ধর্মের মানুষ থাকবে। যেখানে বৈষম্য কোনো বাংলাদেশ আমরা চাই না। এ সময় সাবেক ব্যাংক কর্মকর্তা ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজু, জেলা জাসাস সাধারণ সম্পাদক এসকেএম ইকবাল, বিএনপি নেতা মতিয়ার রহমান, দপ্তরিপাড়া মাদরাসার সাবেক সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সরদার, হাট-নওগাঁ পূজা মণ্ডপের সভাপতি অনিল কুমার দাস ও ফাইভ স্টার ক্লাবের সভাপতি শম্ভু চক্রবর্তীসহ অন্যরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত