ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে একজন নিহত

গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে একজন নিহত

খাগড়াছড়ির রামগড়ে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র শালিসী বৈঠকের পর সংঘর্ষে একজন নিহত ও অন্য ৮ জন আহত হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে রামগড় উপজেলার তৈছালাপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ওসি মোহাম্মদ মাঈন উদ্দিন। জানা গেছে, রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ডের তৈচালা পাড়ায় মর্তুজা আলী নামের ব্যক্তির জমিতে একই এলাকার সাদ্দাম নামক আরেক ব্যক্তির গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সামাজিক বিচার বসে।

বিচারে বিষয়টি মীমাংসাও হয়। কিন্তু বিচার শেষে রাত সাড়ে ৯টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।

পরবর্তীতে দেশীয় অস্ত্রের ব্যবহারে হতাহতের ঘটনা ঘটে। এ সময় হতাহতদের উদ্ধার করে প্রথমে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর গুরুত্বরদের চট্টগ্রামে প্রেরণ করা হয়। চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মো. আবুল কালাম (৫০) নামে একজনের মৃত্যু হয়।

রামগড় থানার ওসি মোহাম্মদ মাঈন উদ্দিন এ তথ্য জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত