ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

অর্থ ও উপকরণ বিতরণ

অর্থ ও উপকরণ বিতরণ

‘জাকাত দান করুণা নয়, এটি নির্দিষ্ট শ্রেণির অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্ধুর বন্ধন বাংলাদেশ’র ২০তম জাকাত বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বন্ধুর বন্ধন বাংলাদেশ’র প্রধান সংগঠক নাজমুল করিম ভূঁইয়া সুমন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিএম তাজ উদ্দিন পলাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন। জাকাত কমিটির আহ্বায়ক সাহাব উদ্দিনের সঞ্চালনায় জাকাত বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সদর উপজেলা বন্ধুর বন্ধন বাংলাদেশ’র সভাপতি রেজাউল করিম রেজা।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা গরিব ও অসহায় মানুষের মাঝে ৩৮টি সেলাই মেশিন, ৬টি নলকূপ, ৩২ বান ঢেউটিন ও ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে নগদসহ ৮ লাখ টাকার জাকাত বিতরণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত