গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেরাইদের চালা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। গতকাল শনিবার তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা ও পোশাক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মারুফ আহমেদ, গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী, শ্রীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান, শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আহসান কবির, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম নয়নসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (দোখলা) এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে শাকিল বেপারীর ভাড়া দেয়া টিনশেডের ২২টি ঘর পুড়ে যায়। এতে পোশাক শ্রমিকরা ভাড়া থাকতেন।