সোনাগাজীর কারামতিয়া বাজার বণিক সমিতির নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবদুর রহিম মাসুদ (দেয়াল ঘড়ি) সিনিয়র সহ-সভাপতি পদে রুহুল আমিন (গরুরগাড়ি) সহ-সভাপতি আবদুল হালিম মানিক (হাতপাখা), সাধারণ সম্পাদক আমির হোসেন রাসেল (মোরগ) সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক (রিকশা) কোষাধ্যক্ষ আবুল কাশেম (উড়োজাহাজ) প্রচার সম্পাদক জিয়াউর রহমান (কলস) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আবদুর রহিম (হাঁস) ইব্রাহীম খলিল বাইসাইকেল, মানিক চন্দ্র মজুমদার (ট্রাক) মো. সেলিম (কাপ পিরিচ) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ১১ পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আযাদ, সহকারী উপদেষ্টা বিএনপি নেতা সেলিম রেজা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক মারুফ।