অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম হাসান তালুকদার। গত শুক্রবার রাতে রাজধানীর বারিধারায় উপদেষ্টার বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে উপাচার্য প্রফেসর ড. এসএম হাসান তালুকদার ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে অংশগ্রহণের স্মৃতিচিহ্ন হিসেবে উপদেষ্টাকে একটি ছবি উপহার দেন। দুই ঘণ্টাব্যাপী আলাপচারিতায় উপদেষ্টা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সফরের স্মৃতি স্মরণ করেন * আলোকিত বাংলাদেশ