ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে সোপর্দের পর কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলমকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ বদরুল আলমকে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বদরুল আলম কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের বাসিন্দা।

সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, গত শনিবার গভীর রাতে কটিয়াদী পৌর শহরের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কটিয়াদী থানা পুলিশ।

কটিয়াদী থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বদরুল আলমের বিরুদ্ধে কটিয়াদী থানায় কোনো মামলা নেই। কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার দুপুরে সদর থানা পুলিশের কাছে বদরুল আলমকে হস্তান্তর করা হয়। সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বদরুল আলমকে ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত