ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাকভর্তি চৌকাঠ জব্দ, আটক দুই

ট্রাকভর্তি চৌকাঠ জব্দ, আটক দুই

রাঙামাটি থেকে অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডারের নিচে লুকিয়ে পাচারের সময় চিড়াই কাঠের চৌকাঠভর্তি একটি ট্রাক জব্দ করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল রোববার মানিকছড়ি চেকপোস্টে বিশেষ অভিযানে এই ট্রাকটি আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি চক্র সিলিন্ডারবাহী ট্রাক ব্যবহার করে নিয়মিত কাঠ পাচার করছে। তথ্য যাচাই শেষে পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের নির্দেশনায় কোতয়ালী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বরিশাল-ট-১১-০২৫৮ নম্বরের ৫ টনের একটি ট্রাক থেকে ৩৩টি গ্যাস সিলিন্ডারের নিচে লুকানো ৬৯৪ টুকরো চৌকাঠ জব্দ করে। উদ্ধার কাঠের মধ্যে রয়েছে বিক্রয় নিষিদ্ধ প্রজাতির গোদা, গুট গুটিয়া, চাম্পা ও কড়ই কাঠের চৌকাঠ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

অভিযানকালে ট্রাকচালক আব্দুল মান্নান ও কাঠের মালিক মো. আব্দুল অদুদ ওরফে কামরুল নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তারা যথাক্রমে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঠান্ডাছড়ি এলাকার ও রাঙামাটি শহরের সাদেকনগরের বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেন- মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই চন্দন কুমার রায় ও এসআই রূপক কুমার রায়। পরে ট্রাকসহ আটকদের রাঙামাটির বন বিভাগে হস্তান্তর করা হয়। ঘটনাস্থলে উপস্থিত পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ফরেস্টার মো. সুলতানুল আজীম জানান, বন আইনে মামলা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত