বাঁশখালী উপজেলার চাম্বল বাজারের ওপর দিয়ে বয়ে যাওয়া জলকদর সংযোগ খালের পুনঃখনন ও চাম্বল বাজারের ময়লা-আবর্জনা অবৈধভাবে খালে ফেলে খাল ভরাট, মাছ ব্যবসায়ীদের থেকে সরকার নির্ধারিত হাসিল না নিয়ে অতিরিক্ত হাসিল (কর) নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী। গতকাল রোববার চাম্বল বাজার প্রধান সড়কের ব্রিজে মানববন্ধন করেন স্থানীয় জনসাধারণ। মানববন্ধনে তারা বলেন, অবৈধভাবে খাল দখল ও ময়লা-আবর্জনা পেলে খাল ভরাট করায় পানি নামছে না, তাই ময়লা-আবর্জনা খালে ফেলা বন্ধ করতে হবে। বাজারে শৌচাগার (টয়লেট) নির্মাণ করতে হবে। বিগত ২০ বছর আগে এই খালে পানি চলাচল যেভাবে ছিল, সেভাবে স্বাভাবিক করে দিতে হবে। বাজারের হাসিল (কর) কমিয়ে সরকার নির্ধারিত হাসিল নিতে হবে এবং মাছ ব্যবসায়ীদের বাজারে, আসার সুযোগ করে দিতে হবে এবং অবৈধভাবে খাল ভরাট করায় হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। খাল দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।’ এলাকাবাসীর পক্ষে আহমদ নুর আমীরী, নেজাম উদ্দিন মো. মোকতার, মো. সাইফুল, আব্দুর রহিম, মো. সেলিম, বজল আহমদ, সাহাব উদ্দিন, রফিক আহমদ, নুরুল আমিন, মাহমুদুল হক, আব্দুল মোনাফসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।