ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

উন্নয়নে ভূমিকা রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা

উন্নয়নে ভূমিকা রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণে বলিষ্ঠ ভূমিকা এবং প্রশাসনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান খানকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেছে রায়পুর ব্যবসায়ী ফেডারেশন। গত শনিবার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে ইউএনও ইমরান খানকে ‘জনবান্ধব প্রশাসনের প্রতীক’ হিসেবে অভিহিত করেন স্থানীয় নেতারা ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা। রায়পুর ব্যবসায়ী ফেডারেশনের আহ্বায়ক সাইফুল ইসলাম মুরাদ বলেন, ইউএনও স্যার শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি আমাদের এলাকার উন্নয়ন ও মানবিক সহযোগিতার অগ্রদূত। তার নেতৃত্বে রায়পুরে যে উন্নয়ন ও শৃঙ্খলা ফিরে এসেছে, তা আমাদের গর্বিত করে। অনুষ্ঠানে বক্তারা জানান, গত এক বছরে ইমরান খানের কার্যকর নেতৃত্বে রায়পুরে অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। বিশেষ করে দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কৃষিখাতে তার জনমুখী সিদ্ধান্তগুলো জনসাধারণের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলেছে।

ইউএনও ইমরান খান সম্মাননা গ্রহণ করে বলেন, এই সম্মাননা আমার নয়, এটি রায়পুরবাসীর ভালোবাসা ও সহযাত্রার প্রতিফলন। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। এই ভালোবাসা আমাকে আরও দায়বদ্ধ করে তুলবে। তিনি আরো বলেন, রায়পুরের মানুষের জীবনমান উন্নয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আমি সবসময় সচেষ্ট থাকব। সবার সহযোগিতা থাকলে রায়পুরকে আমরা একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। রায়পুর ব্যবসায়ী ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও যারা সামাজিক ও প্রশাসনিক ক্ষেত্রে অনুকরণীয় ভূমিকা রাখবেন, তাদেরকে এভাবে সম্মাননা জানানো অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত