পাবনায় এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম প্রতি মণে ৬০০ থেকে ৭০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে।
গতকাল রোববার পেঁয়াজের রাজধানীখ্যাত পাবনার সুজানগর ও সাঁথিয়া উপজেলার কয়েকটি হাটবাজার ঘুরে দেখা গেছে। প্রতি মণ পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা।
যা গেল এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ টাকা থেকে ১ হাজার ৭০০ টাকা।
সুজানগরের চিনাখড়া বাজারের পেঁয়াজের পাইকার ব্যবসায়ী শুকুর শেখ জানান, চাহিদা অনেক বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। অনেকে বেশি বেশি করে কিনে ঘরে বাধাই করছে। পরে আরও বেশি দামের আশায় বিক্রি করবে ব্যবসায়ীরা তাই গুদামজাত করছে।
সাঁথিয়ার আতাইকুলা হাটের পাইকার ব্যবসায়ী টিক্কা কাজী জানান, প্রতি হাটেই পেঁয়াজের দাম বাড়ছে।
কারণ এখন বাজারে ইন্ডিয়ার পেঁয়াজ নেই। আবার আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ ছিল সেটাও শেষ। এখন বিক্রি হচ্ছে হালি পেঁয়াজ। যা সারা বছর ঘরে থাকে। ফলে খুচরা ক্রেতারা কমবেশি সবাই বেশি করে পেঁয়াজ কিনছে।
পাবনা শহরের বড় বাজারে গিয়ে দেখা গেছে, খুচরা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।
যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকায়।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, মুড়িকাটা পেঁয়াজ শেষ হয়ে যাওয়ায় বাজারে চাহিদা বেড়েছে। যে কারণে দাম কিছুটা বেড়েছে। এতে কৃষক লাভবান হচ্ছেন। তিনি আরও জানান, পাবনায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫২ হাজার ৮০১ হেক্টর জমি। আবাদ হয়েছে ৫৩ হাজার ১৫০ হেক্টর। উৎপাদন হয়েছে ৭ লাখ ৮৮ হাজার ৬৩৭ টন।