বগুড়ার আদমদীঘিতে একই রাতে মরিচ খেতে পানি সেচের জ্বালানি চালিত শ্যালো মেশিনের পাম্প চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র পাম্প ফেরত দেওয়ার জন্য মোবাইল ফোনে ৩ হাজার টাকা করে দাবি করেছে বলে ক্ষতিগ্রস্থ মরিচ চাষি জানান। গত বৃহস্পতিবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলা সদরের শিবপুর গ্রামের পুর্ব মাঠে এ চুরির ঘটনা ঘটে। আদমদীঘির শিবপুর গ্রামের ক্ষতিগ্রস্ত মরিচ চাষি মাসুদ মন্ডল জানান, তারা প্রতি বছর মরিচ চাষ করে আসছেন। মরিচ খেতে পানি সেচের জন্য জালানি চালিত শ্যালোমেশিন স্থাপন করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চোরচক্র তারসহ একই গ্রামের মরিচ চাষি সোহাগ প্রামানিক, হুপি প্রামানিক, আব্দুল জলিল, আফছার আণী, আনোয়ার হোসেন, একডিল প্রামানিকসহ সাতজন মরিচ চাষির আবাদে সেচ দেয়া শ্যালো মেশিনের পাম্প চুরি করে নিয়ে যায়। চোরচক্র পাম্প চুরি করে নিয়ে গিয়ে সেখানে একটি চিরকুটে মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে। মরিচ চাষিরা যোগাযোগ করলে তাদের কাছ থেকে পাম্প প্রতি ৩ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে টাকা দাবি করা হয়। তাদের দাবির টাকা দিলে চোরাই পাম্প ফেরত দেয়া হবে বলে চোরচক্র জানায় বলে মরিচ চাষিরা জানান।