ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি সংসদীয় আসনে বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে, এই দেশে কোন ধরনের বৈষম্য থাকবে না এবং দেশের সমৃদ্ধির পাশাপাশি সবাই সুখে-শান্তিতে বসবাস করবে। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করি, এই হোক আমাদের অঙ্গীকার।

গত শনিবার রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন বিএনপি আয়োজিত রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউই নিজের হাতে আইন তুলে নেবেন না। যারা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল, রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার হবে। পাশাপাশি তারা আমাদের নেতাকর্মীদের ওপর যে নিপীড়ন ও নির্যাতন এবং মানুষের ওপর যে জুলুমণ্ডঅত্যাচার করেছে, আমরা তাদের মতো এমন আচরণ কারো সাথে করব না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক এমএ রহীম পাটওয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন ওই ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফউল্ল্যাহ সাইফুল মাস্টার।

সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, যুবদল নেতা কাইয়ুম পাটওয়ারী, কাউছার মোল্লা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাছান ভুইয়া, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটওয়ারী ও ছাত্রদল নেতা আব্দুল হাদী প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা য্বুদলের সাবেক আহ্বায়ক আক্তার হোসেন দুলাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সাহাবুদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহিন মজুমদার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত