কক্সবাজারের উখিয়া উপজেলা সদর ঘিলাতলী এলাকায় দোকানভাড়াকে কেন্দ্র করে, কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে উখিয়া ডিগ্রি কলেজের শারীরিক বিদ্যা বিভাগের প্রভাষক ইকবাল নিহত হয়েছে। নিহতইকবাল কক্সবাজারের টিটিএন টিভি’র বিশেষ প্রতিনিধি ইফতিয়াজ নুর নিশানের বাবা। উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনার বলেন, গত রোববার রাত দেড়টার দিকে ঘিলাতলী নিজ বাড়ির সামনে দোকানের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে অভিযুক্ত আটক শরীফ, কলেজ শিক্ষক ইকবালের ওপর হামলা করে গুরুতর আহত করে। পরে স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত রোববার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে বাসা ভাড়ার ব্যাপারে ভিক্টিম ইকবাল ও অভিযুক্ত শরীফের মধ্যে বাকবিতণ্ডা চলে। হঠাৎ শরীফ ভিক্টিম ইকবালের নরম স্থানে (জনন অঙ্গে) লাথি দিলে ঘটনাস্থলেই ইকবাল লুটিয়ে পড়ে। স্থানীয়রা উনাকে দ্রুত উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় শরিফ প্রকাশ বট্টল (৪৫) নামক এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।