ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের পাশে আ. লতিফ (৫৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত লতিফ সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের জামতলী গ্রামের জনৈক আ. মালেকের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার জামতলী গ্রামের বাসিন্দা আ. লতিফ প্রতিদিনের মতো তার ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বিভিন্নস্থানে যাত্রী পরিবহন করতে গত রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে যায়নি। গতকাল সোমবার সকালে পথচারী ও এলাকাবাসী ওই ধান খেতের পাশে অজ্ঞাতনামা লাশ দেখতে পেয়ে সদর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) আব্দুল করিম, সদর থানার ওসি জুবায়দুল আলম, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই অটো চালকের লাশ উদ্ধার করেন।

এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের একমাত্র ছেলে মনিরুজ্জামান ঘটনাস্থল গিয়ে তার বাবার লাশ শনাক্ত করেন। পুলিশ ধারণা করছে আ. লতিফকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেই তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত