২০২৪-২৫ আর্থিক সালে রাজস্ব বাজেটের আওতায় হালদার রেণু থেকে উৎপাদিত ১২০ কেজি রুই, কাতলা, মৃগেলের পোনা মাছ হালদা নদীতে অবমুক্ত করা হয়। গতকাল উপজেলা উত্তর মাদার্শা ইউনিয়নের মাছুয়াঘোনা সংলগ্ন হালদা নদীতে এই পোনা অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সুভাস চন্দ্র চন্দ। অনুষ্ঠানের সময় হালদা প্রকল্পের পিডি মিজানুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আমিনুল ইসলামসহ হালদাপাড়ের ডিম সংগ্রহকারী ও স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।