কিশোরগঞ্জে ঝটিকা মিছিলের পর যুবলীগ নেতা গ্রেপ্তার কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের পর যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে রবিনকে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে, গত রোববার রাতে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিন সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর এলাকার রজব আলীর ছেলে। তিনি লতিবাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড যুবলীগের সভাপতি।
স্থানীয়রা জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় প্রভাব খাটিয়ে বেশ কয়েকজন নিরীহ লোকের জায়গা-জমি জোরপূর্বক দখল করে প্লট আকারে বিক্রি করে রবিন রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যান। এসব দেখেও তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস করতেন না ওই এলাকায়। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, গত রোববার দুপুরে রবিন মেম্বারের ইন্ধনে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়। রবিন ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলার সন্দেহভাজন আসামি। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, গত রোববার বেলা ২টা ৪৩ মিনিটে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ঝটিকা মিছিলের একটি ভিডিও শেয়ার করার পর বিষয়টি প্রশাসনসহ সবার নজরে আসে।