সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজার সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত পাঁচজন সেনাসদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, সেনাবাহিনীর একটি গাড়ি ধুলিহর বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা ৪-৫ জন সেনাসদস্য আহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।