ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

রাশিদুল হত্যার রহস্য উদ্ঘাটন

রাশিদুল হত্যার রহস্য উদ্ঘাটন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চাঞ্চল্যকর পিকআপ ভ্যান চালক রাশেদুল ইসলামকে গলাকেটে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। পরকীয়া প্রেমিককে ফাঁসাতে এ নির্মম হত্যাকাণ্ড ঘটেছে।

এ হত্যাকাণ্ডের প্রধান আসামি সেলিম হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সে ওই উপজেলার আসানবাড়ী গ্রামের শামসুল হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা বিভাগের ওসি (ডিবি) একরামুল হক ও তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান ও এ তথ্য নিশ্চিত করেছেন। ওই ২ পুলিশ কর্মকর্তা জানা সেলিমের স্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম জেলা সদরের আওয়াল হোসেন নামের এক ব্যক্তি পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং তার স্ত্রী প্রায় ২ মাস আগে আওয়ালের সঙ্গে চলে যায়। এছাড়া তার শাশুড়ির সঙ্গে নিহত রাশিদুলের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল।

এ ঘটনায় সেলিম ক্ষীপ্ত হয়ে আওয়ালকে ফাঁসাতে রাশিদুলকে খুনের পরিকল্পনা করে এবং গত শুক্রবার রাতে স্থানীয় চা স্টল থেকে মদ খাওয়ার কথা বলে রাশিদুলকে নিয়ে যায় এবং তাকে মদে ঘুমের বড়ি মিশিয়ে খাওয়ানো হয়। এতে রাশিদুল নিস্তেজ হয়ে পড়লে উল্লেখিত স্থানে গলাকেটে হত্যা করা হয়। গত শনিবার সকালে পুলিশ তার গলাকাটা লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়। পুলিশ সুপার মো. ফারুক হোসেনের দিক নির্দেশনায় ডিবি পুলিশ ও তাড়াশ থানার পুলিশ যৌথ এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। বিশেষ তথ্য প্রযুক্তির মাধ্যমে গত রোববার রাতে এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য রক্তমাখা একটি ছুরি, ঘুমের ওষুধের ২টি খালি বোতল, ১টি স্প্রিটের বোতল, ১টি ক্লেমনের বোতল উদ্ধার হয় এবং ঘটনাস্থলে ফেলে রাখা একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মানিব্যাগে আওয়াল নামে ব্যক্তির ১ কপি ছবি, এনআইডি ও ১টি মেমোরি পাওয়া যায়। গতকাল সোমবার বিকালে ১৬৪ ধারায় আদালতে এ হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত