ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আসন পুনর্বহালের দাবি

সিরাজগঞ্জে আসন পুনর্বহালের দাবি

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর-চৌহালী) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে মানববন্ধন করেছে বিএনপিসহ স্থানীয়রা। গত রোববার চৌহালী-শাহজাদপুর সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির আয়োজনে চৌহালী উপজেলার কোদালিয়া বাজারে লিফলেট বিতরণ ও মানববন্ধন করা হয়। এ মানববন্ধনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার ৩ শতাধিক মানুষ অংশ নেয়। ওই সংসদীয় আসন পুনরুদ্ধারে সাবেক খাসপুকুুরিয়া ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন, আলমাছ মণ্ডল, বাদল সরকার, আব্দুল মোন্নাফ, কামরুল হাসান ইমছান, শহিদুর রহমান শহিদ, শাহিন মিয়া, জয়নাল আবেদিন প্রমুখ। বক্তারা বলেন, প্রশাসনিক ও ভৌগোলিক দিক থেকে এ আসনটির পুনর্বহাল অত্যন্ত জরুরি। এটি পুনর্বহাল হলে এলাকার জনগণের উন্নয়ন ও সেবা নিশ্চিত করা সহজ হবে। এলাকার টেকসই উন্নয়ন বঞ্চিত করা হয়েছে। নাগরিক সুবিধা পাচ্ছে না জনতা। এ বিশাল এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা একজন সংসদ সদস্যের পক্ষে সম্ভব নয়। উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এজন্য গত ১৬ বছরের বৈষম্য দূর করে দুটি উপজেলার উন্নয়ন ও বরাদ্দের আনুপাতিক হার ঠিক রাখার পাশাপাশি বৈষম্য নিরসনে দেশের অন্যান্য সংসদীয় আসনের সঙ্গে সিরাজগঞ্জের ৬ চৌহালী-শাহজাদপুর আসন-২০০১ সালের ন্যায় পূর্বের অবস্থয় ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত