শেরপুরের নকলায় ভেজাল খাদ্য তৈরির এক কারখানার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার উপজেলার উরফা ইউনিয়নের লয়খা গ্রামে রুবি ফুড অ্যান্ড বেভারেজ নামীয় প্রতিষ্ঠানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক এ আদালত পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানা গেছে, জীবন ড্রিংকস নামীয় প্রতিষ্ঠান সিএম লাইসেন্স ছাড়াই ক্ষতিকর রং ও বিভিন্ন ফ্লেভার দিয়ে ড্রিংকস পণ্য উৎপাদনপূর্বক বাজারজাত করায় এবং শিশু খাদ্যের মোড়কে মান চিহ্ন ব্যবহার করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা করা হয়। পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া ভেজাল শিশু খাদ্য ও কোমল পানীয় তৈরির যন্ত্রপাতি এবং বিক্রির জন্য প্রস্তুত করা বেশ কিছু ভেজাল খাদ্য ও কোমল পানীয় এবং ঘটনাস্থলের আশপাশে দুটো বাড়িতে মজুদ অবৈধভাবে উৎপাদিত ৩০ কার্টুন আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস বিনষ্ট করা হয়।
এ সময় বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী আবিদ হাসনাত পরিদর্শক (মেট্রোলজি) ও প্রকৌশলী শাওন কুমার ধর আবীর ফিল্ড অফিসারসহ (সিএম) পুলিশ বিভাগের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।